Privacy Policy

Your privacy is important to us. We shall therefore only use your name and other information which relates to you in the manner set out in this Privacy Policy. 

As part of the buying and selling process (when you register, subscribe, create an account, order a deal, or otherwise interact with the sites or contact) BacchaKaccha collect the personal information, which you give us such as your name, address, mobile no and email id.

To protect your personal information, we take reasonable precautions and follow industry best practices to make sure it is not inappropriately lost, misused, accessed, disclosed, altered or destroyed.

In general, the third-party providers used by us will only collect, use and disclose your information to the extent necessary to allow them to perform the services they provide to us. However, certain third-party service providers, such as payment gateways and other payment transaction processors, have their own privacy policies in respect to the information we are required to provide to them for your purchase-related transactions. For these providers, we recommend that you read their privacy policies so you can understand the manner in which your personal information will be handled by these providers. 

We may send our offers and newsletters to you. If you do not want to receive e-mail or other mail from us, you can unsubscribe (or notify us) easily.

By using this site, you represent that you are at least the age of majority in your state or province of residence, or that you are the age of majority in your state or province of residence and you have given us your consent to allow any of your minor dependents to use this site.

You can access and revise your information at any time simply by accessing your account and editing yourselves.

BacchaKaccha may disclose your personal information if we are required by law to do so or if you violate our Terms of Service.

By using this Site, you signify your acceptance of this policy and terms of service. If you do not agree to this policy, please do not use our Site.

We reserve the right to modify this privacy policy at any time, so please review it frequently. Changes and clarifications will take effect immediately upon their posting on the website.


আপনার তথ্যগুলো (গোপনীয়তা) আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেজন্য প্রয়োজন হলে, আপনার নাম এবং অন্যান্য তথ্যাদি আমরা প্রাইভেসি পলিসি (গোপনীয় নীতিমালা) অনুযায়ীই ব্যবহার করব।

আমাদের সাইটে কেনাকাটা বা বিক্রি (যখন আপনি রেজিষ্ট্রেশন করবেন অথবা একাউন্ট খুলবেন অথবা অর্ডার করবেন অথবা সাবস্ক্রাইব করবেন ) করতে গেলে, বাচ্চাকাচ্চা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে; যেমন, আপনার নাম, মোবাইল নাম্বার, ই মেইল,  ঠিকানা ইত্যাদি। 

আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণে, আমরা সতর্কতা অবলম্বন করেছি। এক্ষেত্রে ইন্ডাষ্ট্রির সেরা প্রাক্টিসগুলো অনুসরণ করছি, যেন কোনভাবেই তথ্য হারিয়ে অথবা নষ্ট অথবা অপব্যবহার অথবা প্রকাশ না হয়। 

গ্রাহক সেবাকে সহজ করতে; সাধারণত, আমরা যেসব তৃতীয় পক্ষের (সেবা দানকারী প্রতিষ্ঠান) সহায়তা নিয়ে থাকি, তারা আপনার সেসব তথ্য ব্যবহার করবে, যা সেবা প্রদান করতে তাদের প্রয়োজন। তথাপিও পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য লেনদেনকারী প্রতিষ্ঠানের নিজস্ব প্রাইভেসি পলিসি আছে, যার ফলে লেনদেন সংক্রান্ত সেবাকে সহজ করতে আপনার কেনাকাটার তথ্যাদিও আমাদেরকে শেয়ার করতে হয়। এই ক্ষেত্রে আপনাকে আমরা অনুরোধ করব, প্রয়োজনে তৃতীয় পক্ষের প্রাইভেসি পলিসিগুলোও আপনি জেনে নিবেন।  

আমরা আপনাকে বাচ্চাকাচ্চার নতুন সব অফার অথবা নিউজলেটার পাঠাতে পারি। যদি আপনি অফার সম্পর্কিত মাধ্যমগুলো (ই-মেইল, ম্যাসেজ ইত্যাদি) থেকে কোন ধরণের বার্তা না পেতে চান, তাহলে আপনি সহজেই আনসাবস্ক্রাইব করতে পারেন। অথবা আমাদের জানাতে পারেন।  

বাচ্চাকাচ্চা'র সাইট ব্যবহারের ক্ষেত্রে আপনি এটা নিশ্চিত করছেন যে, আপনি আপনার দেশের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। এবং আপনি আমাদের এটাও অনুমতি দিচ্ছেন যে, আপনার অধীনস্থ অপ্রাপ্তবয়স্ক যে কেউও এই সেবা গ্রহণ করতে পারবে।

আপনার একাউন্টে লগ ইন করে, যে কোন সময় আপনি আপনার তথ্য পর্যালোচনা বা সংশোধন করতে পারেন। 

বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থার আবেদনে অথবা আপনি যদি আমাদের সার্ভিস শর্ত লঙ্গন করেন, সেক্ষেত্রে বাচ্চাকাচ্চা আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে।

আপনি যখন আমাদের সাইট (সার্ভিস) ব্যবহার করছেন, তার অর্থ হচ্ছে আপনি সার্ভিস সম্পর্কিত আমাদের সব নীতি মেনে নিয়েছেন। যদি আপনার কোন প্রকার দ্বিমত থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের সাইট ব্যবহার থেকে বিরত থাকুন এবং আমাদেরকে ইমেইল করে আপনার মতামত জানাতে পারেন। 

আমরা যেকোন সময়, পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইভেসি পলিসি পরিবর্তন করার অধিকার রাখি; তাই অনুগ্রহ করে আমাদের পলিসিগুলো নিয়মিত পর্যবেক্ষন করুন। যেকোন ধরণের নীতিগত পরিবর্তন এবং স্পষ্টীকরণ ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথেই তা কার্যকর হবে।  

প্রাইভেসি পলিসিতে অনেক ইংরেজী এবং আইটি সংক্রান্ত শব্দ থাকায়, বিস্তারিত জানতে ওপরের ইংরেজী ভার্সনটিও অবশ্যই ভালোভাবে পড়ে নিন। প্রয়োজনে বাচ্চাকাচ্চা অফিসের নাম্বারে কল করে জেনে নিন। তারপর সিদ্ধান্ত নিয়ে কেনাকাটা করুন। 

আমাদের সার্ভিস টার্মস নিয়ে কোন জিজ্ঞাসা থাকলে ই-মেইল করুন  Info@Bacchakaccha.Com.Bd

//ayykori start //ayykori end